মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | মাসে ৩ হাজার টাকা বিনিয়োগ করলেই হতে পারেন কোটিপতি, কীভাবে দেখে নিন এখনই

Sumit | ১৮ এপ্রিল ২০২৫ ১৮ : ৩৯Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ৩ হাজার টাকা শুনতে কম মনে হলেও এখান থেকে তৈরি করা যেতে পারে লাখ টাকা। অনেক সময় কোটি টাকা। তাহলে কোথায় বিনিয়োগ করতে হবে।

 


যদি মাসে ৩ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি সুদ পাবেন ১২ শতাংশ করে। তাহলে আপনি যদি টানা ২৫ বছর ধরে বিনিয়োগ করে যেতে পারেন সেখান থেকে আপনি পেয়ে যেতে পারেন ৫০ লাখ টাকা।

 


যদি মাসে ৯ হাজার টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ২৫ বছরে আপনি মোট পাবেন ৪২ লাখ ৬ হাজার ৬২০ টাকা। ফলে অবসরের সময় আপনি হাতে পাবেন ৫১ লাখ ৬ হাজার ৬২০ টাকা।


যদি মাসে ৩ হাজার টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে ১ কোটি টাকা পেতে আপনার সময় লাগবে ৩১ বছর। সেখানে মোট বিনিয়োগের পরিমান হবে ১ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা। ক্যাপিটাল গেন হবে ৯২ লাখ ৭৪ হাজার ৩৬৯ টাকা। 


যদি ৩ হাজার টাকা আপনি ৩৭ বছর ধরে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখানে আপনি পেতে পারেন ২ কোটি টাকা। মোট বিনিয়োগের পরিমান হবে ৯ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ৪২ লাখ ৬ হাজার ৬২০ টাকা। মোট করপাস হবে ৫১ লাখ ৬ হাজার ৬২০ টাকা।


এসআইপি-তে বিনিয়োগ করার মানে হল দীর্ঘসময় ধরে আপনাকে বিনিয়োগ করতে হবে। তাহলেই নিজের ইচ্ছামতো ফল পেতে পারবেন। যদি কিছুদিন পর মার্কেট নিচের দিকে যায় তাহলে সেখান ভয় পেলে চলবে না। বাজারের নিয়ম হল এটাই। তবে যদি নিজের ধৈর্য্য দেখাতে পারেন সেখান থেকে আপনি নিজের অবসরকে নিশ্চিত করতে পারবেন।


তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে সমস্ত খবর নিয়ে নেবেন। যদি আপনি কোনও ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।

 


SIP Mutual FundsSystematic Investment Plan

নানান খবর

সোশ্যাল মিডিয়া